সীতাকুণ্ডে ফৌজদারহাটস্থ বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) গত এক মাসে ৫ বার চুরির ঘটনা ঘটেছে। হাসপতালের প্রশাসনিক ভবন, ইলেক্ট্রনিক রুম, অফিস ও অফিসারদের কোয়ার্টারে এই চুরির ঘটনা ঘটে। থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় চুরির ঘটনা দিনের পর দিন বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। আইএইচটির ইলেক্ট্রিশিয়ান মো. জাকির হোসেন বলেন, গত বুধবার ট্রান্সফরমার রুমের জানালার গ্রিল কেটে বৈদ্যুতিক ক্যাবল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। একইভাবে দুই সপ্তাহ আগেও চুরির ঘটনা ঘটে। ট্রান্সফরমার ক্যাবলগুলো পুনরায় সংযোগ দেওয়ার পর বুধবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কলেজের প্রধান সহকারী মো. ফুল মিয়া বলেন, প্রিন্সিপালের কোয়ার্টারের দরজা, জানালা ও গ্রিল কেটে নিয়েছে চোরের দল। এছাড়া অফিস কক্ষেও চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশের কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।
বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. এস এম নুরুল করিম বলেন, চোরের দল রোগীর বসার টুল, লোহার চেয়ার, রোগীর হুইল চেয়ার, জিআই বালতি, স্যালাইন স্ট্যান্ড, রেলিং কট, মেডিসিন ট্রলি, বৈদ্যুতিক ফ্যান, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী চুরি করে নিয়ে গেছে। গত একমাসে দুইবার চুরির ঘটনা ঘটল। এতে রোগীদের সেবা দিতে নানা সমস্যায় পড়তে হচ্ছে।












