ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র দেশের ১৮ কেন্দ্রের মধ্যে ২০২২ সালের জন্য শ্রেষ্ঠ কেন্দ্র নির্বাচিত হয়েছে। গত ১৩ মে ঢাকায় অনুষ্ঠিত ৬০তম কনভেনশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন ও সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের হাতে শ্রেষ্ঠ কেন্দ্রের সনদ অর্পণ করেন। আইইবি, চট্টগ্রাম কেন্দ্র সরকারের উন্নয়ন কর্মকান্ডে গুণগত ভূমিকা রাখা, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন, কারিগরী প্রশিক্ষণ প্রদান এবং সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় আইইবি, সদর দফতর কর্তৃক চট্টগ্রাম কেন্দ্রকে শ্রেষ্ঠ কেন্দ্র নির্বাচিত করেছে। এই সম্মান অর্জনের জন্য কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, নির্বাহী কমিটির পক্ষ থেকে সকল কাউন্সিল সদস্য ও প্রকৌশলীদের অবদানকে স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












