আইইবি চট্টগ্রাম কেন্দ্রের মানববন্ধন

প্রকল্প মূল্যায়ন সংক্রান্ত আদেশ প্রত্যাহারের দাবি

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন। অনুষ্ঠানে চট্টগ্রামে অবস্থিত সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের শতাধিক প্রকৌশলী অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, প্রকল্প বাস্তবায়নে পরিবীক্ষণ ও মূল্যায়নের দক্ষতা রয়েছে প্রকৌশলীদের। প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের এই বিষয়ে দক্ষতা না থাকায় এডিপির প্রকল্পসমূহের বাস্তবায়নে জটিলতার পাশাপাশি গুণগতমান নিশ্চিত হবে না। এই দায়িত্ব প্রদান আদেশকে দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র বলে মনে করছে আইইবি। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ হারুন বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজে কারিগরি ও পেশাগত জ্ঞান সম্পন্ন অভিজ্ঞ প্রকৌশলীর প্রয়োজন। জেলা প্রশাসন কর্মকর্তাদের প্রকৌশল পেশা সংশ্লিষ্ট উন্নয়ন কাজের ধরন সম্পর্কে কোনো কারিগরি জ্ঞান না থাকায় এই সিদ্ধান্তের ফলে অনাকাঙ্ক্ষিত জটিলতার সৃষ্টি হবে। দাবির সঙ্গে ঐকমত্য পোষণ করে মানববন্ধনে পিডিবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইমাম হোসেন, প্রাক্তন প্রধান প্রকৌশলী দুলাল হোসেন, পিডিবির প্রাক্তন প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মকবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের ত্রিপক্ষীয় ও জাতীয় শুদ্ধাচার সভা
পরবর্তী নিবন্ধছদাহা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে বহিস্কার না করলে গণপদত্যাগের হুমকি