আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ৩৮১তম কাউন্সিল সভা

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৯ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ৩৮১তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি নগরীর আইইিবি চট্টগ্রাম কেন্দ্রে কাউন্সিল কক্ষে এ সভার করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় কাউন্সিলে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দসহ সকল কাউন্সিল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ছাত্রজনতাসহ সমপ্রতি সময়ে প্রয়াত প্রকৌশলী ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় স্বৈরাচার হাসিনা সরকারের দোসরদের অশুভ চক্রান্তের মাধ্যমে আইইবির আজীবন সম্মানিত সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অসম্মানজনকভাবে নামিয়ে ফেলায় সভায় কাউন্সিল সদস্যবৃন্দ এই গর্হিত কাজের জন্য গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। একইসঙ্গে যথাযথ সম্মান ও মর্যাদার সাথে তাঁর ছবি পুনঃস্থাপন করা হয়। এছাড়া সভায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির নেয়া বিভিন্ন কর্মসূচি নিয়ে কাউন্সিল সদস্যগণ আলোচনা পেশ করেন ও সেগুলো সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড’ এর মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা