ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ৫১তম বার্ষিক সাধারণ সভা গত ৩১ জুলাই কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ এতে সভাপতিত্ব করেন। চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন। একই সাথে তিনি সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার প্রতিবেদনও পেশ করেন। প্রতিবেদনে গত এক বছরের আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে সম্পাদিত বিভিন্ন কর্মকান্ড, জনসম্পৃক্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আয়োজিত সেমিনার, কর্মশালা, মুক্ত আলোচনা এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালনসহ অন্যান্য সামাজিক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। কেন্দ্রের ভাইস– চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী ও ভাইস– চেয়ারম্যান প্রকৌশলী রাজীব বড়ুয়া এই সময় উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভার প্রতিবেদনের উপরে আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, কর্পোরেট সদস্য প্রকৌশলী মকবুল হোসেন, প্রকৌশলী আবুল কাশেম, প্রকৌশলী রূপক বড়ুয়া, ড. প্রকৌশলী মোজাম্মেল হক, প্রকৌশলী মো. দুলাল হোসেন, প্রকৌশলী আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী, প্রকৌশলী রুবেল সেন গুপ্ত। আলোচনাকালে তাঁরা বাৎসরিক কর্মকান্ডের উপর ভিত্তি করে রচিত এবং পেশকৃত সুলিখিত প্রতিবেদনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা ব্যাপক কর্মসূচি পালনের মাধ্যমে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র ২০২৩ সালের জন্য সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ কেন্দ্র নির্বাচিত হওয়ায় কাউন্সিল ও নির্বাহী কমিটির প্রতি ধন্যবাদ জানান। বক্তারা প্রকৌশলীদের মাঝে সম্প্রীতি, সৌহাদ্যপূর্ণ ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে বেশী পরিমাণ কর্মসূচি পালন ও চট্টগ্রাম কেন্দ্রকে দ্বিতীয় নিবাস করার সুপারিশ করেন। বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনার পর প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী উদয় শেখর দত্ত প্রতিবেদনটি অনুমোদনের জন্য প্রস্তাব এবং সিনিয়র প্রকৌশলী তোফাজ্জল আহমেদ বার্ষিক প্রতিবেদন অনুমোদনের সমর্থন করেন।তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ উপস্থিত প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এই সময় তিনি আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন কর্মসূচিতে অধিক হারে অংশগ্রহণের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।