ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের ৪৯তম বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের কর্পোরেট সদস্যরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন গত বার্ষিক সাধারণ সভার পর থেকে যে সকল প্রকৌশলী মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে শোক প্রস্তাব উত্থাপন করেন। এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও বরণীয় ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং মুনাজাত করা হয়। বার্ষিক সাধারণ সভায় কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম বার্ষিক কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন। দ্বিতীয় পর্যায়ে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা, গেস্ট অব অনার ছিলেন আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন আইইবির ভাইস–প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, মোহাম্মদ হোসেন, এস. এম. মনজুরুল হক মঞ্জু ও মো. শাহাদাৎ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী এম. শাহজাহান, মো. দেলোয়ার হোসেন, মোহাম্মদ হারুন, সাদেক মোহাম্মদ চৌধুরী, মনজারে খোরশেদ আলম, এ এস এম নাসিরুদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।