আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সাধারণ সভা

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সাধারণ সভা গত ১৯ মার্চ বার্ষিক সাধারণ সভা বিশ্ববিদ্যালয়ের হাজারী লেন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহীদ মো. আসিফ ইকবাল, তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, ব্রাঞ্চ কাউন্সিলর মোহাম্মদ সাইফুদ্দীন মুন্না, ব্রাঞ্চের চিফ মেন্টর কিংশুক ধর, মেন্টর অভিষেক দাস, মনীষা দে ও তাহসিন হোসাইন। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহীদ মো. আসিফ ইকবাল বলেন, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং উদ্ভাবনের এক অনন্য প্ল্যাটফর্ম।

আমি আশা করি, এই ব্রাঞ্চ ভবিষ্যতেও প্রযুক্তির উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক বলেন, আইইই স্টুডেন্ট ব্রাঞ্চ শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারাকে সমৃদ্ধ করছে। এই সংগঠনের নেতৃত্বে যারা রয়েছেন, তারা নিঃসন্দেহে আগামী দিনে প্রযুক্তিগত উন্নয়নের পথপ্রদর্শক হবেন। ব্রাঞ্চের নির্বাহী সদস্য সুমাইয়া খানমের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন, আইইই স্টুডেন্ট ব্রাঞ্চের বিদায়ী কমিটির সভাপতি মো. মহিউদ্দিন, সহ সভাপতি জয় দে, সাজেদা হক, নব নির্বাচিত সভাপতি ধ্রুব দে, সাধারণ সম্পাদক সুস্ময় বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধপাহাড়কে বাঁচাতে হবে