বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রকে সমৃদ্ধ করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনস্থ তথ্যপ্রযুক্তি ও শিল্প গবেষণা ইনস্টিটিউট (আইআইটিআইআর) এবং আল–হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল (এএইচআইএস) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) গতকাল বুধবার সিআইইউ ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য হলো তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটানো।
এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে রোবটিঙ কর্মশালা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং প্রযুক্তি মেলার আয়োজন করবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের দক্ষ করে তুলতে পারে।
আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে. কর্নেল জিএম আসাদুজ্জামান এবং সিআইইউ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পক্ষে আইআইটিআইআর এর প্রধান ড. সাজ্জাতুল ইসলাম সমঝোতা স্মারকে স্মাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন ড. আসিফ ইকবাল, রামিসা জাহান, ড. রুবেল সেন গুপ্ত, আতিকুর রহমান, হাবিবুর রহমান, সামিয়া মুন্তাহা, আয়মান ইক্তেদার, শিক্ষক পেয়্যার মোহাম্মদ, তৌহিদুল আলম, জোবায়ের আলম, একেএম নুরুল আবসার, রাসিবুল ইসলাম, এম মোশতাকিম জামান প্রিন্স প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










