আইআইইউসির ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে (আইআইইউসিপিএস) ‘সি দ্য আনসিন’ শিরোনামে প্রথমবারের মত জাতীয় আলোকচিত্র প্রদর্শনী গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে ৭৫টিরও বেশি ছবি প্রদর্শিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ভাইস–চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। তিনি আইআইইউসিতে একটি সুন্দর এক্সিবিশনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন,এখানে প্রত্যেকটি ছবি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আর অর্থ বহন করে। যা সকলের জীবনবোধকে সমৃদ্ধ করবে। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া রেজা চৌধুরী। তিনি বলেন, ছবিগুলোতে মানুষের জীবনের বৈচিত্রতা, বিভিন্ন অনুভূতির প্রকাশ হয়েছে। তিনি আইআইইউসিপিএসকে এ ধরনের আয়োজনের জন্য ও ভবিষ্যতে তারা যেন আরো সুন্দর করে এবং আন্তর্জাতিকভাবে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করার আহবান জানান।দুইজন বিচারক ক্যামেরা বিভাগ থেকে ৫৬টি এবং মোবাইল বিভাগ থেকে ৫৪টি ছবি নির্বাচন করেন। রেজিস্ট্রেশনের পর সর্বমোট প্রদর্শিত হয় ৭৫ টি ছবি। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।