আইআইইউসি সিসিইর ইন্ডাস্ট্রিয়াল ট্যুর

| বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

আইআইইউসির কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই) বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডে তাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন করেছে। সফরে শিক্ষার্থীরা টেলিকমিউনিকেশন খাতের বর্তমান অবস্থা, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, প্রযুক্তিগত কাঠামো এবং বাস্তব জটিলতাগুলো কাছ থেকে দেখার সুযোগ পায়।

রবি আজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিশেষায়িত সেশন আয়োজন করা হয়। টেলিকম জেনারেশন ও নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে সেশন পরিচালনা করেন প্রতিষ্ঠানের এসজিএম আবদুস সবুর শান্ত, আরিফুল ইসলাম এবং নাফিসা। তারা মোবাইল নেটওয়ার্কের বিবর্তন, আধুনিক আর্কিটেকচার এবং ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরেন।

টেলিকম নেটওয়ার্ক তত্ত্বাবধানের মূল কেন্দ্র ওএসএস বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেন শাদীন আবদুল্লাহ এবং অধরা। শিক্ষার্থীরা নেটওয়ার্ক পর্যবেক্ষণ, অপটিমাইজেশন এবং জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনার খুঁটিনাটি জানার সুযোগ পায়। রবি’র শামা দাসের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সরাসরি পরিদর্শন করে বিটিএস, আরআরইউ এবং মাইক্রোওয়েভ লিংকের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো। তারা জানতে পারে কীভাবে প্রতিটি টেলিকম সাইট একেঅপরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে একটি স্থিতিশীল নেটওয়ার্ক নিশ্চিত করে।

শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ায় রবি আজিয়াটা লিমিটেড এবং প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আইআইইউসির সিসিই বিভাগ। বিভাগটির শিক্ষকরা মনে করেন, এমন শিল্পসংযোগমূলক কার্যক্রম শিক্ষার্থীদের পেশাদার প্রস্তুতি উন্নত করার পাশাপাশি তাদের তাত্ত্বিক জ্ঞানকে আরও সুস্পষ্ট ও বাস্তবসম্মত করে তোলে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেনেস স্কুল অব বিজনেসের সঙ্গে সিআইইউর সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধপ্রতিযোগিতার বিশ্বে এগিয়ে থাকবে ইংরেজি গ্র্যাজুয়েটরা