আইআইইউসি শরীয়া ফ্যাকাল্টিতে কম্পিউটার ল্যাব উদ্বোধন

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:২১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শরীয়া ফ্যাকাল্টিতে ওয়ার্ল্ড এ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ– ‘ওয়ামী’র অর্থায়নে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গত ৩০ মে ফিতা কেটে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। শরীয়া ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. শাকের আলম শাওকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ফারহানা ইয়াসমিন চৌধুরী, মুহাম্মদ মাহফুজুর রহমান, ফয়সাল চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, বাংলাদেশ দ্রুত উন্নতি করেছে তথ্যপ্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে। বিগত সাত বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব সমপ্রসারণ ঘটেছে। প্রযুক্তিভিত্তিক তথ্য ও সেবা পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়।

পূর্ববর্তী নিবন্ধসিপিবির বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধসারা দেশে শতভাগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়িত