আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসো’র বার্ষিক সাধারণ সভা

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)’র বার্ষিক সাধারণ সভা চট্টগ্রামের কোর্ট হিলস্থ জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে সংগঠনের প্রেসিডেন্ট অ্যাড. কাজী আশরাফুল হক আনসারী জুয়েলের সভাপতিত্বে ও প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি অ্যাড. মোহাম্মদ হাসান আলীর সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অ্যাড. এনামুল হোসেন চৌধুরী, সেক্রেটারি অ্যাড. জুয়েল দাশ, অ্যাড. ইউসুফ আলম মাসুদ, অ্যাড. মোহাম্মদ কাইয়ুম ইসলাম , অ্যাড. মিজানুর রহমান সামি, অ্যাড. তানজিউল মোস্তফা নিরু, অ্যাড. মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাড. মো. মহি উদ্দিন, অ্যাড. মোহাম্মদ ফয়সাল আমীন, অ্যাড. মোহাম্মদ সালাহ উদ্দিন ও অ্যাড. মুহাম্মদ আমিনুল ইসলাম। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাড. ফখরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

সভায় নির্ধারিত এজেন্ডার আলোকে বক্তব্য রাখেন অ্যাড. মো. মাহাবুবুল হাসান, অ্যাড. রবিউল হোসেন নয়ন, অ্যাড. শাহাদাত হোসেন চৌধুরী শাহরিয়ার, অ্যাড. সুলতান মো. ওহিদ, অ্যাড. ইমতিয়াজ আহমেদ জিয়া, অ্যাড. মানস দাস, অ্যাড. ইব্রাহিম শাহাদাত, অ্যাড. সাইফুল্লাহ চৌধুরী নয়ন, অ্যাড. ইলিয়াস লিটন, অ্যাড. আলী আকবর সানজিক, অ্যাড. মো. লোকমান, অ্যাড. মাহতাব আইয়ুব, অ্যাড. মোস্তফা কামাল ও অ্যাড. এইচ এস সোহরাওয়ার্দ্দী, অ্যাড. মোশাররফ হোসেন খান।

এছাড়া ট্রেজারার অ্যাড. এস এম রেজাউল করিম বিগত এক বছরের আর্থিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা দেশের শত্রু
পরবর্তী নিবন্ধ৪ ব্যবসায়ীকে জরিমানা