আইআইইউসি রামাদান কালচারাল উইক শুরু

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

আইআইইউসির মোরালিটি ডেভেলাপমেন্ট প্রোগ্রাম ও প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের স্টুডেন্টস ক্লাবসমূহের সমন্বিত উদ্যোগে আইআইইউসি রামাদান কালচারাল উইক নামে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তন সংলগ্ন মাঠে গত ৪ এপ্রিল থেকে শুরু হওয়া আইআইইউসি রামাদান কালচারাল উইক উদ্বোধন করেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এসময় উপস্থিত ছিলেন আইআইইউসির উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন প্রমুখ। এরই অংশ হিসেবে আয়োজিত হচ্ছে রামাদান এক্সপো। এতে আইআইইউসির বিভাগীয় ক্লাবসমূহ বিভিন্ন পণ্যের স্টল নিয়ে অংশগ্রহণ করছে। অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শ্রমিকদের বেতন-বোনাস ২০ এপ্রিলের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের সেই অস্ত্রোপচার সঠিক ছিল