আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) তৃতীয় সভা গতকাল শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে বিওটির সভায় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি সদস্য বায়তুশ শরফের পীর আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী, জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, ড. মো. ফসিউল আলম, রিজিয়া রেজা চৌধুরী, মিয়া মুহাম্মদ ইসমাঈল মানিক, প্রফেসর ড. মুহাম্মদ সালেহ জহুর, প্রফেসর মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, মোহাম্মদ মাহবুব উল আলম, প্রফেসর ড. মো. সিরাজুল করিম, খালেদ মাহমুদ, আ ম ম টিপু সুলতান, জামান আরা বেগম, মুহাম্মদ বদিউল আলম। উপস্থিত ছিলেন আইআইইউসির প্রো-ভিসি প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক শফিউর রহমান, ট্রান্সপোর্ট ও সিকিউরিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. মাহী উদ্দিন, একাউন্স ফাইন্যান্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক আফজাল আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।