আইআইইউসি বিওটির সাথে ইসলামিক রিলিফ ইউকের দ্বিপাক্ষিক বৈঠক

| বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৩১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি)’র সাথে ইসলামিক রিলিফ ইউকের দ্বিপাক্ষিক বৈঠক গতকাল মঙ্গলবার আইআইইউসির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বিওটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে বৈঠকে বিওটির পক্ষে প্রতিনিধিত্ব করেন চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং ইসলামিক রিলিফ ইউকের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ আকমল শরীফ। বৈঠকে আকমল শরীফ মাত্র ২০ পেনি ডোনেশন নিয়ে যাত্রা করা একটা সংগঠন কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সংগঠনে পরিণত হয়েছে, কিভাবে পশ্চিমা বিশ্ব থেকে তহবিল সংগ্রহ করে প্রাচ্যের অনুন্নত মানব গোষ্ঠীর কল্যাণে কাজ করছে তার বর্ণনা দেন। তিনি ভবিষ্যতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাথে যৌথভাবে কাজ করার, বিশেষ করে অভিজ্ঞতা বিনিময়, আইআইইউসির শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা, উন্নত প্রশিক্ষণ ও গবেষণাকর্মে সহায়তা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে ড. আবু রেজা নদভী বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদার, উন্নত প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে আইআইইউসির জন্য নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রফেসর ড. হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিওটির সদস্য প্রফেসর ড. সালেহ জহুর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শফীউর রহমান, প্রফেসর ড. মাসরুর মাওলা, ড. মহিউদ্দিন, ফাইনান্স ডাইরেক্টর আফজাল আহমদ, আইটি ডিভিশনের পরিচালক জিয়াউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৭ মার্চের সমাবেশ সফল করতে যুবদলকে মাঠে থাকতে হবে
পরবর্তী নিবন্ধসিএমপিকে ২৫ হাজার মাস্ক দিল পাঁচলাইশ বিট পুলিশ