আইআইইউসি নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরিতে কাজ করছে

অভিযোগ কমিটির সভায় পিপি শেখ ইফতেখার সাইমুল

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) নৈতিক মুল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। গত বৃহস্পতিবার বিকেলে আইআইইউসি ট্রাস্ট অফিসে অভিযোগ কমিটির সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইআইইউসি নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে যে পরিবেশ তৈরি করেছে তা প্রশংসনীয়। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনে ছাত্রীদের জন্য সবচেয়ে বেশি জরুরি নিরাপত্তা। আইআইইউসি এই নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু, নিরাপদ ও আধুনিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে নৈতিকবোধ সম্পন্ন যোগ্য নাগরিকও তৈরি হবে। সভায় অভিযোগ কমিটির চেয়ারম্যান ও আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেন, ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে আইআইইউসি প্রশাসন সচেষ্ট রয়েছে। কোনো ছাত্রী যদি ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন তাহলে অভিযোগ কমিটিকে লিখিতভাবে জানাতে পারবে। আমরা অভিযোগ পেয়েই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। এক্ষেত্রে অভিযোগকারী পরিচয় গোপন থাকবে। অভিযোগ কমিটির পক্ষ থেকে একটি অভিযোগ বঙও স্থাপন করা হবে।রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, অভিযোগ কমিটির সদস্য সচিব ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আবসার উদ্দিন, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক ড. মহিউদ্দিন মাহী, প্রক্টর ড. নেজামুল হক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সরোয়ার আলম, আইন বিভাগের সহকারী অধ্যাপক আনজুম আরা বেগম, তাসলিমা খানম, ফিমেল একাডেমিক জোনের কো-অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিকিট না পেয়ে সিঁড়িতে ‘হাওয়া’র নায়িকা তুষি?
পরবর্তী নিবন্ধদুর্দিনে যারা দলের পাশে ছিল তাদের মূল্যায়ন করা হবে