আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইকনোমিক্স ও ব্যাংকিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্নকারী ছাত্র রায়হান উদ্দিন রাজুর মৃত্যুতে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তারা মৃতের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকায় একটি খালে পানির স্রোতে তলিয়ে গিয়ে আইআইইউসির এই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। প্রেস বিজ্ঞপ্তি।