আইআইইউসি ক্যাম্পাসে সাইফুলের গায়েবানা জানাজা দোয়া

| বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

অগণিত ছাত্রশিক্ষককর্মকর্তাকর্মচারীর অংশগ্রহণে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর আইন বিভাগের ১৯ তম ব্যাচের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট সাইফুল ইসলামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন আইআইইউসির শিক্ষক প্রফেসর ড. শফিউল আলম ভূঁইয়া। গতকাল বুধবার সকালে আইআইইউসির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জানাজার পূর্বে আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল (অব.) মুহাম্মদ কাসেম, প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী, হাদীস বিভাগের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ এবং আইন বিভাগের শিক্ষক রিদোয়ান গণি বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। সাইফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় জোহর নামাজের পর আইআইউসির কেন্দী্রয় মসজিদে মুনাজাত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইআইইউসির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীসহ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, ডিভিশনের পরিচালক এবং ছাত্রশিক্ষককর্মকর্তাকর্মচারীরা এতে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৮ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
পরবর্তী নিবন্ধসিআইইউতে ‘কানেক্টিং উইথ সি-সুইট’ সিরিজের ৩য় পর্ব