প্রথম আলো আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ও সাদার্ন ইউনিভার্সিটি ঢাকার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল শনিবার প্রথম ম্যাচে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ২–১ গোলে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন আইআইইউসির অধিনায়ক রাজ্জাক। ৫ মিনিট পর পেনাল্টি থেকে সেই গোল পরিশোধ করেন বিজিসির ফাহিম। খেলার অন্তিম মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করেন রিদুয়ানুল। আর এই গোলে ঢাকা পর্ব নিশ্চিত করে ইসলামিক বিশ্ববিদ্যালয়। বিজয়ী দলের রিদয়ানুল ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. ইউসুফ। দিনের দ্বিতীয় ম্যাচে সাদার্ন ইউনিভার্সিটি ৩–১ গোলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। ম্যাচের প্রথমার্ধ ১–১ গোলে ড্র ছিল। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে জয় নিশ্চিত করে সাদার্ন। ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের আরমান হাবিব। দুই দিন ব্যাপি এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্পাহানির ফাইন্যান্স এন্ড একাউন্টস মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস ফুটবল কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।