আইআইইউসি উপাচার্য ড. আলী আজাদী মালয়েশিয়া গেছেন

সরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও প্রোগ্রামে যোগ দেবেন

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

আন্ততর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী মালয়েশিয়ার তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং সভা ও বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে যোগ দিতে গতকাল রাতে মালয়েশিয়া গেছেন। তাঁর সফরসঙ্গী হিসাবে রয়েছেন আইআইইউসি’র ব্যবসা শিক্ষা অনুষদের ডিন এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান।

আইআইইউসি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী ৩০ অক্টোবর৭ নভেম্বর মালয়েশিয়ায় তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় যথাক্রমে ইউনিএসজেডএ, ইউআইটিএম এবং ইউসিম পরিদর্শন করবেন। এ ছাড়াও মালয়েশিয়া সফরকালে আইআইইউসি উপাচার্য আসিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ফোরাম, সুলতান জাইনুল আবিদিন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান, ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র সাথে সমঝোতা স্মারক নবায়ন অনুষ্ঠান এবং ইউসিম এন’র সাথে সমন্বয় সভায় যোগদান করবেন। প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্য ও রেক্টরের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং ভবিষ্যত সহযোগিতার ক্ষেত্র উন্মোচন বিষয়ে মতবিনিময় করবেন। আগামী ৭ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা পাচ্ছেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী
পরবর্তী নিবন্ধনীতি, আদর্শ ও দেশপ্রেমের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে