আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট নামে আরেকটি ট্রাস্ট গঠনের ছাড়পত্র প্রদান কেন বেআইনি নয় মর্মে হাইকোর্ট বিভাগ রুল জারি করায় এ বিষয়ে রেজিস্ট্রেশনসহ পরবর্তী সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গত ২৩ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরকার মেহেদী অফিফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টের পক্ষে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, কাওরানবাজার, ঢাকা এবং উপনিবন্ধক, জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বিভাগীয় কার্যালয় চট্টগ্রামকে এ নোটিশ পাঠান। নোটিশে রেজিস্ট্রেশনসহ সব কার্যক্রম বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় বিষয়টি আদালতের নজরে নেয়া হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার আইনজীবী ব্যারিস্টার সরকার মেহেদী অফিফ বলেন, হাইকোর্ট বিভাগ থেকে এ বিষয়ে রুল ইস্যু করায় বিষয়টি এখন বিচারাধীন। আর নতুন ট্রাস্ট বোর্ড গঠন হওয়ার বিষয়টি এখনো অনুমোদন হয়নি। এ কারণে পরবর্তী কোনো পদক্ষেপ না নিতে আইনি নোটিশ দেয়া হয়েছে। আ.ন.ম শামসুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিঞ্জপ্তিতে উক্ত তথ্য জানানো হয়।