আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। এ সমাবর্তনের মাধ্যমে ৭ হাজার ৯৪৯ জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ১৩ জনকে চ্যান্সেলর পুরস্কার এবং ৫১ জনকে ভাইস–চ্যান্সেলর পুরস্কার প্রদান করা হবে। গতকাল নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।
আইআইইউসি সর্বমোট ৪৫ হাজারের অধিক গ্র্যাজুয়েট উপহার দিয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রথম সমাবর্তনে গ্র্যাজুয়েট সংখ্যা ছিল ১৯৫ জন, দ্বিতীয় সমাবর্তনে ৪৭৪, তৃতীয় সমাবর্তনে ২হাজার ৩৫৯ জন, চতুর্থ সমাবর্তনে ২২ হাজার ৮৫৯ জন এবং পঞ্চম সমাবর্তনে ১৫ হাজার ৩২৬ জন। ভাইস চ্যান্সেলর বলেন, সারা বিশ্বের মত আমাদের দেশেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ সর্বমহলে সমাদৃত এবং একটি সফল প্রচেষ্টার নাম, একটা কল্যণময় নাম। উচ্চ শিক্ষা গ্রহণে এখন অসংখ্য মেধাবী ছাত্র–ছাত্রীর প্রথম পছন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা প্রদান সারাদেশে একটা বিপ্লব সাধন করেছে। আমাদের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এই বিপ্লবের প্রথম সারির অংশীদার।
১৯৯৫ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ১৫টি বিভাগ রয়েছে। ৩৪৫ জন সার্বক্ষণিক শিক্ষকসহ সাড়ে চার শতাধিক শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদান করছেন। পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক রয়েছেন ৮৪ জন। সমৃদ্ধ অবকাঠামো আইআইইউসির একটি উল্লেখযোগ্য দিক। প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীকে বলেন, আইআইইউসি সর্বপ্রথম চট্টগ্রামে সাফল্যের সাথে আন্তর্জাতিক মানের উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন– আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মাইমুল আহসান খান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর সামসুল আলম, কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ ইয়াসিন শরীফ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম পিএসসি (অব.) ও ইবির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শরীফুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকার।












