আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৩৭তম সিন্ডিকেট সভা গতকাল বুধবার কুমিরায় নিজস্ব ক্যাম্পাসে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন। বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, সরকার মনোনীত সদস্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, ট্রেজারার প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, প্রফেসর ড. মো. দেলাওয়ান হোসেন, প্রফেসর ড. মো. মাসরুরুল মাওলা, প্রফেসর ড. মো. নাজমুল হক নাদভী ও রেজিস্ট্রার কর্নেল মুহাম্মদ কাশেম। সভায় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, আইআইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান বিভিন্ন এজেন্ডাভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে ২৩৬তম সভার কার্যবিবরণ নিশ্চিতকরণ ও সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি রিপোর্ট পর্যালোচনা করা হয়। এরপর আলোচনার মাধ্যমে বিভিন্ন কমিটির সুপারিশ, শিক্ষক-কর্মকর্তাদের অর্জিত ছুটির আবেদন, আন্তর্জাতিক সম্মেলনের বাজেট, কর্পোরেট চুক্তি বিষয়ে অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












