আইআইইউসিতে ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারসি বনি ওসমানকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল রোববার আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমশিনার হাজী হারসি বনি ওসমান। আইআইইউসির উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ সহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে আইআইইউসি সেন্ট্রাল অডিটোরিয়ামে ব্রুনাই হাইকমিশনারকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ব্রুনাই দারুসসালামের বাংলাদেশে নিযুক্ত মহামান্য হাইকমিশনার হাজী হারসি বনি ওসমান।
প্রধান অতিথি হিসাবে উনাকে আমন্ত্রন জানানোর জন্য আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির প্রশংসা করে তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ব্রুনাই দারুসসালামে সুলতান হাসান আল বলকিয়াহ ও প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপির সাক্ষাৎ ফলপ্রসূ ও বেগবান করার লক্ষ্যে আমি কাজ করবো। তিনি বলেন,আইআইইউসি কেবল েশখার জায়গা নয় বরং জ্ঞানের সাধনায় আলোকিত হওয়ার বাতিঘর হয়ে উঠবে। দুই দেশের মধ্যে ঐতিহ্যগত ও সাংস্কৃতিকভাবে অনেক সামঞ্জস্য রয়েছে। আমরা আশা করি এই সমঝোতা স্মারকটি এমন ক্ষেত্রগুলিকে আরও অন্বেষণ করবে যা উভয় দেশের জন্য উপকৃত হবে। উপার্চায প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন ব্রুনাই দারুসসালামের বাংলাদেশ হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি রোজাইমি আবদুল্লাহ।
সম্প্রতি আইআইইউসির র্বোড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নদভী এমপির নেতৃত্বে আইআইইউসি ডেলিগেশন ব্রুনাই সফরের সময় ব্রুনাই দারুসসালামের সুলতান হাসান আল বলকিয়াহ সহ ব্রুনাই সরকারের বিভিন্ন পর্যায়ের ডেলিগেশন টিম যে আতিথেয়তা ও আন্তরিকতা দেখিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এতে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, প্রফেসর ড. সালেহ জহুর, প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল মাদানি, প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, প্রফেসর ড. নামজুল হক নদভী, আ ফ ম আক্তারুজ্জামান কায়সার, প্রফেসর ড. মাহি উদ্দিন, মো. মাহফুজুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রক্টর মো. ইফতেখার উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।