আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তনের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মো. কাসেম (অব.) এবং ট্রাস্টি বোর্ডের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান।এ ছাড়া সভায় বিভিন্ন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাইনুল আহসান খান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, আর্টস ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ ইয়াসিন শরীফ এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ। এছাড়াও অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শরীফুল হক, প্রক্টর মোস্তফা মুনির চৌধুরীসহ সমাবর্তন কমিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় সমাবর্তন আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয় ও প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি আইআইইউসির সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং সমাবর্তন বক্তা থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর ড. সালেহ হাসান নকীব। প্রেস বিজ্ঞপ্তি।












