আইআইইউসির ষষ্ঠ সমাবর্তনের প্রস্তুতি সভা

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা, অতিথি আপ্যায়ন, গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্টার কর্ণেল মো. কাসেম (অব.), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, আর্টস ও মানবিক অনুষদের ডীন মোহাম্মদ ইয়াসিন শরীফ, প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম বলেন, কনভোকেশন একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। এ আয়োজন যেন সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও স্মরণীয়ভাবে সম্পন্ন হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কনভোকেশন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্বীকৃতি লাভ করে। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কনভোকেশন আয়োজনের প্রস্তুতি নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সমাবর্তন কমিটির বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্যরাও। সংশ্লিষ্ট উপকমিটিগুলোর প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আগামী ৩১ জানুয়ারি আইআইইউসির সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। সমাবর্তনে বক্তা থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর ড. সালেহ হাসান নকীব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় দ্বিতীয় ধাপে ২২০ কেজি মাছের পোনা অবমুক্ত
পরবর্তী নিবন্ধনগরের ট্রাফিক ব্যবস্থাপনা আরো গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্ব