আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষক-কর্মকর্তাদের ঈদ পুনর্মিলনী গত ৩১ মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি। ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য খালেদ মাহমুদ, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ড. দেলোয়ার হোসেন, ড. নাজমুল হক নদভী, ড. গিয়াস উদ্দিন হাফিজ, ড. শাকের আলম শাওক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইফতেখার উদ্দিন।প্রধান অতিথি বলেন, বর্তমান বোর্ড অব ট্রাস্টিজ আইআইইউসির একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কুয়েত সরকারের সহযোগিতায় ৩০ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাটস্থ ফিমেল ক্যাম্পাসে এক হাজার আসন বিশিষ্ট ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ করা হচ্ছে।
একইভাবে নির্মিত হচ্ছে ১২ কোটি টাকা ব্যয়ে ফ্রান্সের দাতা সংস্থার সহযোগিতায় শরিয়া ফ্যাকাল্টি ভবন এবং ৫ কোটি টাকা ব্যয়ে শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপের অর্থায়নে পঞ্চম ফিমেল একাডেমিক ভবন। ড. নদভী এমপি বলেন, আইআইইউসিতে প্রচুর ছাত্রী দেশের বিভিন্ন জলা- উপজেলা থেকে পড়তে আসে। তিনি শিক্ষক- কর্মকর্তাদের নিষ্ঠা, একাগ্রতা, আন্তরিকতার সাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।