আইআইইউসির শাটল ট্রেন বাস্তবায়ন চাই

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় ঘেরা সবুজ ক্যাম্পাস আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শাটল ট্রেন চালুর পরিকল্পনা ও ঘোষণা হয়ে ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে শাটল ট্রেন সার্ভিস যুক্ত করার জন্য গত ২৯ সেপ্টেম্বর ২০২১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আনুষ্ঠানিক ভাবে।

দীর্ঘ দুইবছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রকল্পটি আলোর মুখ দেখেনি। সীতাকুণ্ড কুমিরাস্থ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশেই ট্রেন স্টেশন নির্মাণ করার কথা। কিন্তু কোন নির্মাণ কাজ শুরু হয়নি এখনও। প্রতিদিন শহর থেকে কয়েক হাজার শিক্ষার্থীর নিয়মিত যাতায়াত করতে হয় শতাধিক বাসে চেপে। প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কে জ্যামের বিড়ম্বনাসহ রয়েছে নানা ঝুঁকি। অতিসত্ত্বর ট্রেন স্টেশন নির্মাণ কাজ শুরু হলে আশান্বিত হবে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। নিয়ম করে এ পথের রেলগুলো বহন করবে এ স্টেশন থেকে শিক্ষার্থীদের। তাই অতি দ্রুত আইআইইউসি স্টেশন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. খালেদ সাইফুল্লাহ

শিক্ষার্থী,

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবুদ্ধদেব গুহ : অরণ্য ও প্রকৃতিপ্রেমী লেখক
পরবর্তী নিবন্ধমায়া, ভালোবাসা ও মমত্ববোধ