আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ১০৭তম সভা

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৩৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ১০৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, প্রফেসর ড. শামীম উদ্দিন খান, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, অধ্যক্ষ মোহাম্মদ তাহের, অধ্যক্ষ আমিরুজ্জমান, অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ মির্জা, প্রফেসর ড. শামসুদ্দিন আহমদ, প্রফেসর ড. নেসারুল করিম, মোহাম্মদ জাফর সাদেক, ডা. এ কে এম ফজলুল হক, আনোয়ার সিদ্দিক চৌধুরী এবং অফিস অব দ্য বোর্ড অব ট্রাস্টিজের পরিচালক মোহাম্মদ শফিউল আলম।

সভায় বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক অগ্রগতি বিষয়ক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হয়। শেষে বোর্ড চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ধারাকে আরও গতিশীল করতে সকল সদস্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে প্লাস্টিকের গুদামে আগুন
পরবর্তী নিবন্ধনারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা ও সমন্বিত উদ্যোগ জরুরি