আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ৯ম সভা

| বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের ৯ম সভা গতকাল মঙ্গলবার বিওটি অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। সভায় উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি, বিওটি ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফসিউল আলম, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও মিডিয়াপ্রেসপাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ, বিওটি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম, . মো. শামসুজ্জামান, মো. ইসমাইল মিয়া মানিক ও আব্দুল মতিন ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার।

সভায় বিগত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২৪৫তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন, আইআইইউসির সরকারিবেসরকারি ও বৈদেশিক সাহায্যে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের প্রতিবেদন, উপাচার্য কর্তৃক আইআইইউসির সার্বিক একাডেমিক কার্যক্রমের প্রতিবেদন, ফাইন্যান্স কমিটির আর্থিক প্রতিবেদন, ইন্টারনাল অডিট কমিটির প্রতিবেদন, মিডিয়াপ্রেসপাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির প্রতিবেদন ও ফিমেল একাডেমিক জোন ম্যানেজম্যান্ট কমিটির প্রতিবেদন পেশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুরগি বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকাটগড়ে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ