আইআইইউসির ফিমেল একাডেমিক জোনে গেম ফিয়েস্তার পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

আইআইইউসির ফিমেল একাডেমিক জোনে গতকাল বুধবার ১০ দিনব্যাপী গেম ফিয়েস্তার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে।

অনুষ্ঠানে চেয়ার অব অনার ছিলেন আইআইইউসির বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ফিমেল একাডেমিক জোনের কোঅর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী।

গত ১২ মার্চ শুরু হওয়া ১০ দিনব্যাপী এই গেম ফিয়েস্তায় দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, টার্গেট হিটিং, হাড়ি ভাঙ্গাসহ মোট ৬ টি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়কে নিরাপদ থাকা ও রোধে যা করতে হবে
পরবর্তী নিবন্ধ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ