আইআইইউসিতে অনুমোদন পেল নতুন পোস্ট–গ্র্যাজুয়েট প্রোগ্রাম মাস্টার অব ফার্মেসি (এম. ফার্ম)। আগামী মাসে, ২০২৬ সালের জানুয়ারিতেই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে সদ্য অনুমোদন পাওয়া মাস্টার অব ফার্মেসি (এম. ফার্ম) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সপ্তাহেই ভর্তির ফরম বিতরণ করা হবে। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন লিখিতভাবে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে মাস্টার অব ফার্মেসি (এম. ফার্ম) প্রোগ্রাম অনুমোদন প্রদান করে। ৪০ ক্রেডিট আওয়ার্সের এই প্রোগ্রামটি দ্বৈত সেমিস্টারে কোর্স ও থিসিস ভিত্তিতে পরিচালিত হবে। এক বছরের এই প্রোগ্রামটি জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্প্রীং সেমিস্টার এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অটাম সেমিস্টার হিসাবে গণ্য হবে। ফার্মেসি বিভাগের সিনিয়র শিক্ষকগণের মাধ্যমে পোস্ট–গ্র্যাজুয়েট প্রোগ্রাম মাস্টার অব ফার্মেসি (এম. ফার্ম) পরিচালিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












