আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অডিটরিয়ামে গতকাল বেলা ১২টায় কোরআনিক সাইন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কুরআনিক সাইন্সেস ক্লাবের উদ্যোগে মেরিট এওয়ার্ড, স্টুডেন্ট মুভমেন্ট এওয়ার্ড ও হিউমেনিটারিয়ান এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুরআনিক সাইন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ এবং আয়োজক কমিটির কনভেনার ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ও কুরআনিক সাইন্সেস ক্লাবের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আরিফ বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ রশিদ জাহিদ, প্রফেসর ড. শাফী উদ্দীন মাদানী, প্রফেসর ড. শফিউল্লাহ ভূঁইয়া, ড. মুঈন উদ্দীন আযহারী, ড. মুহাম্মদ সিরাজ উদ্দীন, ড. শফীকুর রহমান আযহারী, ড. লুৎফুর রহমান আযহারী, ড. মুহাম্মদ নুমান হাসান, আফলাতুন আল কাউসার, হাদিস বিভাগের চেয়ারম্যান সৈয়দ নুর আযহারী, নূরুন্নবী, আব্দুস সালাম রিয়াদী, শাহাদাত হোসাইন, ফজলে এলাহী ত্বহা, ইমরানুল হক, নাজিম উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও কুরআনিক সাইন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক–ছাত্রবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের লেকচারার ও কুরআনিক সাইন্সেস ক্লাবের ট্রেজারার মিসবাহ উদ্দিন মাদানী। প্রেস বিজ্ঞপ্তি।