আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বসন্তকালীন সেমিস্টার–২০২৫ অনার্স প্রোগ্রামের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আজকের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার। আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠেয় এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।