আইআইইউসির ইসলামিক স্টাডিজের মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ১ম ব্যাচের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টের সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। প্রধান আলোচক ছিলেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ইলমে হাদিসের উপর উচ্চতর গবেষণা করতে হবে। বাংলাদেশের আনাচে কানাচে হাদিস শিক্ষার আলো পৌঁছে দিতে হবে।

সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হক নাদভীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. এম শাকের আলম শাওক, ড. মো. আব্দুল্লাহ ফারুক, ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের কোঅর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনপ্রতিনিধিদের পরামর্শে উন্নয়নের পরিকল্পনা করব
পরবর্তী নিবন্ধনয় দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, মারধরের অভিযোগ