আইআইইউসির ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘আই আই ইউ সি টেলিকম ক্লাব ও ইটিই ক্যারিয়ার ফোরাম’ এর যৌথ উদ্যোগে সাফল্যের জন্য সময়োপযোগী সিভি তৈরি, যথাযথ ইন্টারভিউ প্রদান এবং লিংকডইন শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রাশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ড. মো. শামিমুল হক চৌধুরী । সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান এরিকসনের পিপল বিজনেস পার্টনার (বাংলাদেশ) মো. খাইরুল বাশার। উদ্বোধনী বক্তব্য রাখেন টেলিকম ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল গফুর।
প্রধান বক্তা কিভাবে স্মার্ট এবং এফিসিয়েন্ট সিভি বানাতে হয়, ইন্টারভিউতে কিভাবে উপস্থিত হতে হয়, কিভাবে ইন্টারভিউতে নিজেকে উপস্থাপন করতে হয় ইত্যাদি বিভিন্ন ব্যবহারিক পরামর্শ উপস্থাপন করেন।
উপাচার্য আমন্ত্রিত প্রধান বক্তাকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন। ইটিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান সৈয়দ জাহিদুর রশিদ ডিপার্টমেন্টের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।