আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় শিক্ষা অনুষদের বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেপন্টে র ২য় এবং আইআইইউসি’র ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স আজ শুরু হচ্ছে।
আজ সকাল সাড়ে নয়টায় কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাসে ব্যবসায় শিক্ষা অনুষদ ও গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাবি উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেবেন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্ট অর্গানাইজিং কমিটির চেয়ার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। কনফারেন্সে আজকের প্লেনারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কানাডা কেপবৃটন ইউনিভার্সিটির সাবেক শিক্ষক এবং ইন্দোনেশিয়ার ত্রিশক্তি ইউনিভার্সিটির এডজান্ক্ট প্রফেসর ড. মাসুদুল আলম চৌধুরী, ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার অর্থনীতি ও মুআমালাত অনুষদের প্রফেসর ড. মুস্তাফা বিন মোহাম্মদ হানিফাহ এবং পাকিস্তানের ইউনিভার্সিটি অব সারগোধার উপ–উপাচার্য প্রফেসর ড. মাসুদ সরওয়ার আওয়ান। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন চবি গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার লিডারশিপ ও ম্যানেজমেন্ট অনুষদের সহকারী ডিন সহযোগী অধ্যাপক ড. নূরহায়াতি রাফিদা আবদুল রহিম। আগামীকাল রোববার কনফারেন্সের দ্বিতীয় দিনে দেশ–বিদেশের বরেণ্য শিক্ষাবিদ ও পণ্ডিতগণ প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধার অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পপতি, সীকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান এবং এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাহউদ্দিন কাসেম খান। প্রেস বিজ্ঞপ্তি।












