আইআইইউসির ইটিই ক্লাবের সেমিনার

| শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৬:৫৫ পূর্বাহ্ণ

আইআইইউসির ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়াারিং (ইটিই) ক্লাবের আয়োজনে ‘মেটাম্যাটেরিয়াল ইনোভেশন্স : সেন্সিং ফাইভ জি ইএমআই শিল্ডিং অ্যান্ড এন্টেনা সলিউশন্স’ শীর্ষক সেমিনার সম্প্রতি সম্পন্ন হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়াারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর শামসুল আলম এবং প্রক্টর মোস্তফা মনির চৌধুরী।

সভাপতিত্ব করেন ইটিই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম। সেমিনারের কিনোট স্পিকার ছিলেন ইটিই বিভাগের প্রাক্তন ছাত্র মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়াারিং বিভাগে পোস্টডক্টরাল গবেষক ড. মোহাম্মদ লুৎফুল হাকিম। ইটিই ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তফা আমির ফয়সালসহ শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন, ইটিই ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাফিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর পর্যায়ে ২৯টি পুরস্কার পেলো জামেয়ার শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীরা পেল স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়