আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, পৃথিবীতে আমাদের আগমন অস্থায়ী। তাই সময়কে ভাল কাজে ব্যয় করতে হবে। তিনি গতকাল বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার (ইএলএল) বিভাগ আয়োজিত মাস্টার্স প্রোগ্রামের ছাত্র–ছাত্রীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, কলা ও মানবিক অনুষদের ডীন মো. ইয়াসিন শরীফ এবং ইনস্টিটিউট অব ফরেইন ল্যাংগুয়েজেসের ডিরেক্টর মো. ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইএলএল মাস্টার্স প্রোগ্রামের কো–অর্ডিনেটর ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ। ছাত্র–ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন আকিব, হাসান, ইশফার, আকিতা, মাহবুবা, তানহা, মরিয়ম ও শাহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএলএল বিভাগের শিক্ষক ইউসুফ উদ্দিন খালেদ চৌধুরী। প্রধান অতিথি বলেন, এখানে সময়কে কাজে লাগিয়ে নিজেকে বাসযোগ্য করে তুলতে হবে। তিনি বলেন, পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। আরেকটি অনিবার্য জগতে যেতে হবে। এই জগতে পুরস্কার লাভের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।