আইআইইউসির ইংরেজি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এম এ প্রথম সেমিস্টারের মাস্টার্স ১ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রম সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। তিনি বলেন,ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রী অর্জন করে শিক্ষার্থীদের দেশ ও সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে।

তিনি ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও গুরুত্বারোপ করেন।বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, অধ্যাপক ইফতেখার উদ্দিন, অধ্যাপক ইউসুফ উদ্দিন খালেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক। নবীনদের মধ্যে বক্তব্য রাখেন, মো. তারেকুর রহমান, হাসান শাহরিয়ার আহমেদ, সাদিয়া ইসলাম, মাইমুনা। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধশান্তি প্রতিষ্ঠায় মহানবীর (সাঃ) আদর্শ অনুসরণের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধচান্দগাঁও ওয়ার্ডে ডেঙ্গু রোধে ক্র্যাশ প্রোগ্রাম