আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ‘অল ক্লাব’ ফিমেল সেকশনের আয়োজনে অনলাইন এরাবিক কোর্সসহ প্রতিযোগিতামূলক পাঁচটি ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় ফিমেল একাডেমিক জোনের সেমিনার হলে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট ১৫ জন ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী। এসময় ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ভাষা ও সাহিত্যের বিকল্প নেই, এক্ষেত্রে আরবি ভাষা বিশ্বসাহিত্যে প্রথম সারিতে অবস্থান করছে। আরবি ভাষা ধর্মীয় ভাষা হলেও এর পার্থিব গুরুত্ব কোনো অংশে কম নয়। আরবি বিভাগে পড়ুয়া ছাত্র ছাত্রীরা দেশ জাতি ও সমাজের সেবা করে আইআইইউসির লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসি’র ট্রেজারার ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. হুমায়ূন কবির এবং প্রক্টর ইফতেখার উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মুঈনুদ্দিন আযহারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরবি বিভাগের লেকচারার যুহাইর ফুরকান, সিজিইডি এর লেকচারার মাসনূনা আকতার ও ইংরেজি বিভাগের লেকচারার আয়েশা সিদ্দিকা। প্রেস বিজ্ঞপ্তি।