আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র–জনতার গায়েবানা জানাজা ও রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত হয়েছে। গতকাল শনিবার জোহর নামাজের পর আইআইইউসির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. বি এম মফিজুর রহমান। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও পরিচালক ছাড়াও ছাত্র–শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। এদিকে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান, সাবেক এমপি আ. ন. ম. শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বিওটি সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানউল্লাহ, প্রফেসর শামীমউদ্দীন খান, প্রফেসর নেছারুল করিম প্রশাসনিক ভবনে উপস্থিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আইআইইউসির শিক্ষার্থীদের দেখতে যান এবং কুশল বিনিময় করেন ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুস্তফা মনির চৌধুরীও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।