আইআইইউসি’র আইন অনুষদের ডিন হলেন ড. মাইমুল আহসান খান

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

খ্যাতিমান আইন বিশেষজ্ঞ প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর আইন অনুষদের ডিন হিসাবে যোগদান করেছেন। গত ১ জুলাই থেকে তিনি তাঁর কার্যদিবস শুরু করেছেন।

প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান আইনশাস্ত্র, ইসলামী আইন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক আইনসহ অন্যান্য ক্ষেত্রে একজন স্বনামধন্য বিশেষজ্ঞ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যানসহ প্রফেসর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি একজন ফুলব্রাইট ফেলো ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্র এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসাবে একাডেমিক অবদান রাখেন। প্রফেসর মাইমুল তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং আইনশাস্ত্র এবং সংশ্লিষ্ট নানা শাখায় ক্ষেত্রে তাঁর ব্যাপক একাডেমিক পাণ্ডিত্য রয়েছে। তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং চেক প্রজাতন্ত্রের টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ লিবারেকে ভিজিটিং প্রফেসরশিপের দায়িত্ব পালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে সড়ক দুর্ঘটনায় রাউজানের প্রবাসীর মৃত্যু
পরবর্তী নিবন্ধ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে’