আইআইইউসিতে হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে বিএএস-এফএসআইবিএল বিজ্ঞান অলিম্পিয়াডের বিভাগীয় বাছাই পর্ব আগামীকাল ১৩ জানুয়ারি সকাল ১০ টায় আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহ প্রদান ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর একটি উদ্যোগ এটি।

উক্ত বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বিশেষ অতিথি থাকবেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপ- উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং সম্মানিত অতিথি থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়র্ক কলেজ অফ পেনসিলভানিয়ার ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিরেক্টর ড. কালা মিয়া। সভাপতিত্ব করবেন বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়ক এবং আইআইইউসি আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন।

বিজ্ঞান অলিম্পিয়াড মাধ্যমিক (নবম-দশম শ্রেণি ও সমতুল্য) এবং উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ শ্রেণি ও সমতুল্য) এ দুই গ্রুপে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্কুল-কলেজ থেকে মোট ৫৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে, তার মধ্যে ৭০ টি স্কুল থেকে ৩৫১ জন এবং ৩৩টি কলেজ থেকে ১৮৪ জন শিক্ষার্থী।

এই বাছাই পর্বে মেধা অনুযায়ী ২৫ জন নির্বাচিত শিক্ষার্থী আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।উল্লেখ্য, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগীয় পর্ব ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিনিয়োগের ধাপ হ্রাস ও সহজ করার ওপর গুরুত্ব
পরবর্তী নিবন্ধপ্রসিকিউশন, চট্টগ্রাম মহানগরের সংবর্ধনা