আইআইইউসিতে সকল ধর্মের শিক্ষার্থীদের দ্বার উন্মুক্ত : এমপি নদভী

| শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আইআইইউসির সাথে ছিলাম। ইসলামী মূল্যবোধকে সমুন্নত রেখে এই বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের ও বর্ণের দেশী ও বিদেশী ছাত্র-শিক্ষকের সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আইআইইউসি সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন নতুন বিভাগ খোলার উদ্যোগ নেয়া হয়েছে।

শিক্ষার গুণগত মানের কথা উল্লেখ করে তিনি বলেন, আইআইইউসির শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে মুজিব কর্ণার স্থাপন এবং বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ইসলাম এন্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগের মতো গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে এবং জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিভিন্ন জাতীয় দিবস পালিত হচ্ছে।

আইআইইউসি’তে অধ্যয়নরত সনাতনী ধর্মের শিক্ষার্থীরা ২৫ মে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সাথে সাক্ষাৎ ও ক্রেস্ট প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর কাজী মোহাম্মদ দীন মোহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহ্‌ ও পাহাড়তলী অনলাইনে জুয়া আটক ৪
পরবর্তী নিবন্ধসাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা