আইআইইউসিতে রাশিয়ায় উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে রাশিয়ায় উচ্চ শিক্ষা বিষয়ে সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। রাশিয়ান অন দ্য গো নামক সংস্থার সহযোগিতায় আয়োজিত সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ। মুখ্য আলোচক ছিলেন রাশিয়ান অন দ্য গো এর জেনারেল ডিরেক্টর আনা বুখারস্কয়া ও ডিরেক্টর মহিউদ্দিন রিসালাত।

ইন্টারন্যাশনাল এফেযারস এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এ এফ এম আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ছরওয়ার আলম। মুখ্য আলোচক রাশিয়ার জীবন পদ্ধতি ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপসহ এবং কম খরচে পড়ালেখা করার সুযোগের বিষয় তুলে ধরেন।। পরে রাশিয়ান অন দ্য গো এর প্রতিনিধিদল আইআইইউসি ভাইস চ্যানসেলরের সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন বাচ্চুকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে
পরবর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী