আইআইইউসিতে বার্ধক্য প্রবণতা ও স্বাস্থ্যসেবা চাহিদা নিয়ে সেমিনার

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে মানুষের আয়ু বৃদ্ধির ফলে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশে স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা বিষয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ‘গ্লোবাল এইজিং ট্রেন্ডস অ্যান্ড হেলথকেয়ার নিডস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

আইকিউএসিএর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খানের সভাপতিত্বে সেমিনারের মূল আলোচক ছিলেন লন্ডন প্রবাসী অধ্যাপক ড. হাফিজ তারেক আব্দুল্লাহ খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যাপক ড. হাফিজ তারেক আব্দুল্লাহ খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইআইইউিসএর ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।

অধ্যাপক ড. হাফিজ তারেক আব্দুল্লাহ খান বলেন, বিশ্বজুড়ে মানুষের আয়ু বৃদ্ধির ফলে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে এবং বাংলাদেশে এ ধারা স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার চাহিদাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। বয়স্ক জনগোষ্ঠীর চাহিদা মেটাতে সরকার এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকর নীতি প্রণয়ন ও দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করা জরুরি।

অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, আইকিউএসিএর অতিরিক্ত পরিচালক ড. শাহ মুহাম্মদ ছানাউল করিম ও ড. মোহাম্মদ মনজুর আলম, হোক্কাইডো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের (জাপান) প্রফেসর ড. এ বি এম আলাউদ্দিন চৌধুরী, ডেমোগ্রাফী এন্ড হেলথ উইংএর যুগ্মপরিচালক মোস্তফা আশরাফুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে আইআইইউসিএর ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আজকের সেমিনার বয়স্ক জনগোষ্ঠীর বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমান ও ভবিষ্যতের সামাজিক ও জনস্বাস্থ্য বিষয়ক নীতি ও কৌশল সম্পর্কে মূল্যবান ধারণা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায়