আইআইইউসিতে প্রশিক্ষণ কর্মশালা

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:২৮ পূর্বাহ্ণ

আইআইইউসিতে চালক ও হেলপারদের পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিকতা উন্নয়নের লক্ষ্যে গত ৫ জুন কেন্দ্রীয় মিলনায়তনে পরিবহন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, বাস চালক, হেলপার ও মেকানিকদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরিবহন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মোহাম্মদ নেজামুল হক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, নিটল মটরস লিমিটেডের কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক শিহাব, এক্সিকিউটিভ রিপু দাশ পরিবহন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও সিনিয়র অফিসারগন এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইরাকে জেগে উঠলো ৩৪০০ বছরের প্রাচীন শহর!
পরবর্তী নিবন্ধনিখোঁজ কলেজ ছাত্র দুর্জয়কে উদ্ধারের দাবি