আইআইইউসির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার হলে প্রকৌশল বিভাগের শিক্ষকদের নিয়ে ‘আন্ডাস্ট্যান্ডিং দ্য আপডেট বায়েট ভার্সন থ্রি ম্যানুয়াল’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খানের সভাপতিত্বে কর্মশালায় সংশোধিত বায়েট ভার্সন থ্রি ম্যানুয়াল বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি আউটকাম– বেসড এডুকেশন (ও.বি.ই.) বাস্তবায়নের প্রক্রিয়া, মূল্যায়ন কাঠামো এবং গুণগত মানোন্নয়ন কৌশল তুলে ধরা হয়।
এতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, বায়েট ম্যানুয়াল সম্পর্কে স্পষ্ট ধারণা প্রকৌশল বিভাগের একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দকে তাঁদের নিষ্ঠা, গবেষণামুখিতা এবং মানোন্নয়নে আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, মান নিশ্চিতকরণ ও একাডেমিক উৎকর্ষ অর্জনের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আইআইইউসি খুব অল্প সময়ের মধ্যেই শীর্ষ প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাতারে আরও দৃঢ়ভাবে অবস্থান করবে। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
অংশগ্রহণকারী শিক্ষক অধ্যাপক রাজু আহমেদ, মোহাম্মদ আতাহার উদ্দিন, ড. ইয়াসির আরাফাত, ড. মোহাম্মদ আমান উল্লাহ, তানভীর আহসান, ড. আব্দুল গফুর তাঁদের অভিজ্ঞতা ও প্রাপ্ত প্রশিক্ষণ বিস্তারিত তুলে ধরেন। প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ড. শাহ মুহাম্মদ ছানাউল করিম। উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মনজুর আলম। প্রেস বিজ্ঞপ্তি।










