ভারতের লক্ষ্ণৌতে অবস্থিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌতে অধ্যয়নকারী প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এক সেমিনার আজ সকাল নয়টায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সীতাকুন্ড কুমিরাস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সেমিনারের উদ্বোধন করবেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান, নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌর প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
তিন অধিবেশনে অনুষ্ঠেয় সকাল ৯ টার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। বেলা পৌণে বারটা ও দুপুর ২টা ২০ মিনিটে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী। প্রেস বিজ্ঞপ্তি।











